বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বলেছেন, “ক্রিকেটের মান উন্নয়নে প্রতিটি এলাকায় ক্রিকেটের জোয়ার তৈরি করতে হবে। পাড়া-মহল্লার ক্লাব ও সংগঠনগুলোকে নিয়মিত ক্রিকেট খেলা আয়োজনে উৎসাহ দিতে হবে। সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা দেবে বিসিবি। নতুন খেলোয়াড় তৈরিতে সর্বাত্মক কাজ করছে বিসিবি।”
শুক্রবার (২১ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংস্থার হলরুমে বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন ক্যাম্পেইনে এসব কথা বলেন তিনি।
আসিফ আকবর বলেছেন, “খুদে ক্রিকেটারদের পেশাদার ক্রিকেটার হিসেবে তৈরি করতে যা যা প্রয়োজন করা হবে। স্টেডিয়ামের বাইরে বিকল্প খেলার মাঠ তৈরি করতে হবে, যাতে বছরে অন্তত আট মাস ক্রিকেট খেলা চলে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিসিবির পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, আম্পায়ার সাকির হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
এ সময় ক্রিকেটার, ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা ক্রিকেটের উন্নয়নের পরামর্শ ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
আসিফ আকবর গাইবান্ধা জেলা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় জেলা স্টেডিয়াম ও ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি।
এর পরে দুপুরে কুড়িগ্রামে যান বিসিবি পরিচালক আসিফ আকবর। সেখানে জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি।
এ সময় আসিফ আকবর বলেন, খেলোয়াড়দের অনুশীলনের মাঠে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরি
দর্শন শেষে স্টেডিয়ামের হলরুমে খেলোয়াড়, ক্লাব কমিটির সদস্য ও স্টেডিয়াম সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় বিসিবির পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
Sangbad365 Admin 





