শ্রীলঙ্কায় টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় শতাধিক বাড়ি। পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার শুক্রবার সব সরকারি অফিস ও বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় বিরূপ আবহাওয়া শুরু হয়। বৃহস্পতিবার প্রবল বৃষ্টি ঘরবাড়ি, কৃষিজমি ও সড়ক তলিয়ে দেয় এবং দেশজুড়ে একের পর এক ভূমিধসের ঘটনা ঘটে। কেন্দ্রীয় পাহাড়ি চা উৎপাদন অঞ্চল বদুল্লা ও নুয়ারা এলিয়ায় বৃহস্পতিবারই ২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজধানী কলম্বো থেকে এ দুটি এলাকা প্রায় ৩০০ কিলোমিটার দূরে।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, বদুল্লা ও নুয়ারা এলিয়ায় আরও ২১ জন নিখোঁজ এবং ১৪ জন আহত হয়েছেন। দেশজুড়ে অন্যান্য ভূমিধসেও প্রাণহানি ঘটেছে।
প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। জলাধার ও নদীগুলোর পানি বেড়ে সড়ক যাতায়াত বন্ধ হয়ে যায়। পাথর, কাদা ও গাছ সড়ক ও রেললাইনে ধসে পড়ায় যাত্রীবাহী ট্রেন বন্ধ করে দেওয়া হয় এবং বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বন্যায় বেষ্টিত একটি বাড়ির ছাদে আটকে পড়া তিনজনকে উদ্ধার করে। নৌবাহিনী ও পুলিশ নৌকা ব্যবহার করে মানুষ সরিয়ে নেয়।
বৃহস্পতিবার প্রচারিত আরেকটি ভিডিওতে দেখা গেছে, আম্পারা শহরের কাছে সড়ক বেয়ে বন্যার স্রোতে একটি গাড়ি ভেসে যায়। এতে গাড়িতে থাকা তিন যাত্রীর মৃত্যু হয়।
Sangbad365 Admin 





