ভেনাস ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেম করেছেন হাঙ্ক কিউনি নামের এক গলফারের সঙ্গে। ২০১২ সালে ইলিও পিস নামের এক কিউবান মডেলের সঙ্গে ডেট করতে শুরু করেন। ইলিও ও উগো ক্যাপাসোকের সঙ্গেই ভেনাস তাঁর ফ্যাশন লাইন ‘ইলেভেন’ নতুনভাবে শুরু করেন।
ইলিওর সঙ্গে ভেনাসের সম্পর্কটা আনুমানিক ২০১৫ পর্যন্ত টিকে ছিল। ২০১৭ সালে ভেনাস সম্পর্কে জড়ান নিকোলাস হ্যামন্ড নামের এক ব্যবসায়ীর সঙ্গে। তাঁরা দুই বছর ছিলেন এক ছদের নিচে।
এই জুটির বাগ্দান হয়েছিল কি না, নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ২০২১ সালে একজন টেলিস খেলোয়াড়ের সঙ্গে ভেনাসের নাম জড়িয়েছিল। তবে কেউই এ বিষয়ে মুখ খোলেননি। আর নীরবে প্রেম যদি হয়েও থাকে, নীরবেই হয়েছিল বিচ্ছেদ।
Sangbad365 Admin 




