পিয়ারির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর আরেক কনটেন্ট ক্রিয়েটর ফাতিমা জাফরি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি তাঁর স্বামীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যে মারিয়াম মারা গেছেন। আল্লাহ তাঁকে মাফ করুন। আমিন। পরিবারকে শক্তি ও ধৈর্য দিন।’
ফাতিমা লিখেছেন, ‘এ কারণেই আমরা সব সময় বলি, গর্ভাবস্থায় নারীদের বিশেষ যত্ন নিতে হয়, এ সময়টা খুবই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ।’
আরেক কনটেন্ট ক্রিয়েটর কেন ডল শোক জানিয়ে লিখেছেন, ‘খুবই দুঃখজনক। তিনি ছিলেন খুবই মিষ্টি মনের মানুষ।’
Sangbad365 Admin 




