বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০০:৪০, ১৪ ডিসেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদীদের দোসর একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার নানা অপপ্রয়াসে লিপ্ত রয়েছে- এমন আশঙ্কায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ তাদের সব প্রকার কর্মসূচি ও কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে।
অন্য কারো প্ররোচনায় কেউ কোনো কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব তাকেই নিতে হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এসব কথা বলেন।
এতে বলা হয়েছে, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্য জাতীয় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। ঠিক এই মুহূর্তে ফ্যাসিবাদীদের দোসর, একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার নানা অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, তাই চলমান প্রেক্ষাপট ও উদ্ভুত পরিস্থিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সব ধরনের কর্মসূচি ও কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। যদি কারো প্ররোচণায় কেউ কোনো কর্মসূচি বা কোনো বিশৃঙ্খলা অথবা উদ্দেশ্যেমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন, হয়ে থাকেন তবে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।
অন্তর্বর্তী সরকারের আগ থেকেই পে-স্কেল, বেতন ভাতা, রেশনিং প্রথাসহ ৯টি দাবি নিয়ে আন্দোলন করে আসছিল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল
Sangbad365 Admin 





