প্রকাশিত: ১৭:৫১, ১৪ ডিসেম্বর ২০২৫ আপডেট: ১৭:৫১, ১৪ ডিসেম্বর ২০২৫
খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিজয় দিবসের নাটক ‘ডাক্তার বাড়ি’। এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। অনেকদিন পর মুক্তিযুদ্ধের নাটকে অভিনয়ে করলেন তিনি।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে একটি বাড়ি কীভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে সেই কাহিনি উঠে এসেছে নাটকটিতে। এই নাটকে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। বাবার চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া। এছাড়াও অন্য একটি চরিত্রে অভিনয় করেছেন রিয়া মনি।
রাজু আলীমের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।
বিজয় দিবস উপলক্ষে ২০১২ সাল থেকে প্রতিবছর ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটক নির্মাণ করছেন অরুণ চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছেন ‘ডাক্তার বাড়ি’ নাটকটি।
গল্পে দেখা যাবে, গ্রামের এক ডাক্তারের মেয়ে মল্লিকা তার বাবাকে না জানিয়ে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। একসময় রাজাকাররা ডাক্তারকে হুমকি দেয় বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে। ফলে ডাক্তার ভয় পেয়ে যান। কিন্তু মল্লিকা তার বাবাকে বোঝায় একটা দিন অপেক্ষা করার জন্য…। এর পরে ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই নাটকটির গল্প এগিয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত
Sangbad365 Admin 





