০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের দাবি নাকচ ভারতের

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬০১২ Time View

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে থাকা অপরাধীরা ভারতে প্রবেশ করে থাকলে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এই কূটনৈতিক আহ্বান এবং ভারতে বসে চলমান বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চাওয়ার বিষয়টি রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানায় বাংলাদেশ।

তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই দাবি নাকচ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত বক্তব্যসমূহ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

বিজ্ঞপ্তিটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ভারত বলেছে, “বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের স্বার্থের পরিপন্থি কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না।

“ভারত তার অবস্থানে অবিচল রয়েছে যে, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ভারত আশা প্রকাশ করেছে যে, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গত শুক্রবার (১৩ ডিসেম্বর) মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় গুলিতে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা এখনো সংকটজনক। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পারেনি। তবে তাদের শনাক্ত করা গেছে বলে দাবি করেছে ঢাকার পুলিশ।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বাংলাদেশের দাবি নাকচ ভারতের

সময়ঃ ১২:০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে থাকা অপরাধীরা ভারতে প্রবেশ করে থাকলে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এই কূটনৈতিক আহ্বান এবং ভারতে বসে চলমান বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চাওয়ার বিষয়টি রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানায় বাংলাদেশ।

তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই দাবি নাকচ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত বক্তব্যসমূহ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

বিজ্ঞপ্তিটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ভারত বলেছে, “বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের স্বার্থের পরিপন্থি কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না।

“ভারত তার অবস্থানে অবিচল রয়েছে যে, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ভারত আশা প্রকাশ করেছে যে, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গত শুক্রবার (১৩ ডিসেম্বর) মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় গুলিতে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা এখনো সংকটজনক। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পারেনি। তবে তাদের শনাক্ত করা গেছে বলে দাবি করেছে ঢাকার পুলিশ।