চুল পাকা মূলত বয়স ও জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাই কোনো চিরুনিই চুল পাকা পুরোপুরি রোধ করতে পারে না। তবে কাঠের চিরুনির এমন কিছু উপকারিতা আছে যা চুলের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে। যেমন—
১. প্লাস্টিক বা ধাতব চিরুনি চুল রুক্ষ করে তোলে। প্লাস্টিকে চুলের ঘর্ষণে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয় বলে এমনটা হয়। কাঠের চিরুনিতে সেই সমস্যা কম। কাঠের চিরুনি ব্যবহারে চুলের সঙ্গে চিরুনির ঘর্ষণ কম হয়। তাই চুল থাকে গোছানো, পরিপাটি। আর তাতেই চুল দেখায় আরও গভীর, ঘন ও কালো।
Sangbad365 Admin 




