বোঝা যাচ্ছে, স্নিকোর স্পাইক চেকের সময় অপারেটর স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প মাইক ব্যবহার না করে নন স্ট্রাইকের স্টাম্প মাইক বেছে নিয়েছিলেন। যার ফলে টিভি আম্পায়ারের কাছে ছবি ও শব্দ ভিন্ন ভিন্ন সময়ে দেখানো হয়েছে।
বিবিজি স্পোর্টস জানিয়েছে, পুরো ঘটনা তারা তদন্ত করে দেখবেন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম থাকা বাধ্যতামূলক। যা প্রদান করা স্বাগতিক দলের টিভি সম্প্রচারকের দায়িত্ব। অস্ট্রেলিয়ায় চলমান এবারের অ্যাশেজের সম্প্রচারক ফক্স, তারা স্নিকো সেবা নিচ্ছে বিবিজি স্পোর্টস থেকে।
সিরিজের প্রথম দুই টেস্ট জিতে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া আজ তৃতীয় টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ৩২৬ রান তুলেছে।
Sangbad365 Admin 




