খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে আলম মিয়ার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে লাশটি নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়। রাতে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নাজিম উদ্দীন জানান, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Sangbad365 Admin 




