১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ দেশ গড়ার প্রত্যয় তারেক রহমানের

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬০০৭ Time View

প্রকাশিত: ১৭:৪৭, ২৫ ডিসেম্বর ২০২৫  

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরে সর্বপ্রথম দেওয়া বক্তব্যে নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, “আমরা সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।”

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় তারেক রহমানকে বহনকারী বিশেষ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে সকাল ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে প্রায় দুই ঘণ্টার আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলের নেতারা বলছেন, এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।

ঢাকা/আলী/রফিক

ট্যাগঃ
জনপ্রিয় খবর

নিরাপদ দেশ গড়ার প্রত্যয় তারেক রহমানের

সময়ঃ ১২:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

প্রকাশিত: ১৭:৪৭, ২৫ ডিসেম্বর ২০২৫  

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরে সর্বপ্রথম দেওয়া বক্তব্যে নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, “আমরা সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।”

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় তারেক রহমানকে বহনকারী বিশেষ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে সকাল ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে প্রায় দুই ঘণ্টার আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলের নেতারা বলছেন, এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।

ঢাকা/আলী/রফিক