সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৪৪, ২৬ ডিসেম্বর ২০২৫ আপডেট: ১৭:৫৭, ২৬ ডিসেম্বর ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের মানুষ বিভ্রান্ত নয়। তারা যখন সুযোগ পায়, তাদের রায়টা তারা দিয়ে দেয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে দলের নেতাকর্মীরা সকাল থেকে স্মৃতিসৌধের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অধীর অপেক্ষায় দেশবাসী তার আগমনের প্রতীক্ষায় ছিল। এটা নিয়ে নানা ধরনের কথা ছিল, নানা ধরনের সমস্যা ছিল। তার আসার মধ্যে দিয়ে সকল ষড়যন্ত্র সমাপ্ত হয়েছে। যে লড়াইটা গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য, সেটি সব সময় ছিল।
তিনি বলেন, দেশের মানুষই তাকে সংবর্ধনা দিচ্ছে, বিএনপি একা দেয়নি। বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ী, গণতন্ত্রপ্রিয় মানুষেরা গতকাল তার সম্মাননা অনুষ্ঠানে ছিল। উনি জনগণের নেতা। ১৮ কোটি মানুষের ভবিষ্যত তার হাতে।
ঢাকা/সাব্বির/রফিক
Sangbad365 Admin 




