১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাঠ থেকে শেষ বিদায়, প্রথম জানাজা অনুষ্ঠিত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬০০৩ Time View

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫০, ২৭ ডিসেম্বর ২০২৫

দুপুরে তরতাজা যে মানুষটা হেঁটে এসেছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচায়। বিকেলে সেই মানুষটাই ফের আসলেন কাঁধে চড়ে। 

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি চলে গেলেন না ফেরার দেশে। দুপুরে দলের সঙ্গে টিম বাসে এসেছিলেন মাঠে। দল বাছাইয়ের প্রাথমিক কাজ সেরে প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু হুট করে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দ্রুত তাকে সিপিআর দেওয়া হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু সব মায়া ত্যাগ করে, সব চেষ্টা বিফলে ঠেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের এই কোচ। 

হাসপাতালে নেওয়ার সম‌য় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। হাসপাতালের আনুষ্ঠানিকতা সেরে পড়ন্ত বিকেলে তার মরদেহ নিয়ে আসা হয় সিলেট মাঠে। সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ইফতেখার রহমান মিঠু, নাজমুল আবেদীন ফাহিম এবং দুই দলের বিদেশি ও দেশি ক্রিকেটার, কোচিং স্টাফ, নিরাপত্তাকর্মী, গণমাধ্যমকর্মী এবং অন্য আরো অনেকেই জানাজায় শরিক হন।

যে মাঠ ছিল জ্যাকির সবচেয়ে আপন। যে মাঠে দাপিয়ে বেড়াতেন, শিষ্যদের নিয়ে প্রাণান্তকর ছোটাছুটি করতেন সেখান থেকেই চিরবিদায় জানানো হলো তাকে। সিলেট থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কুমিল্লায়। সেখানেই পারিবারিকভাবে হবে বাকি আনুষ্ঠানিকতা।

ঢাকা/ইয়াসিন//

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মাঠ থেকে শেষ বিদায়, প্রথম জানাজা অনুষ্ঠিত

সময়ঃ ১২:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫০, ২৭ ডিসেম্বর ২০২৫

দুপুরে তরতাজা যে মানুষটা হেঁটে এসেছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচায়। বিকেলে সেই মানুষটাই ফের আসলেন কাঁধে চড়ে। 

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি চলে গেলেন না ফেরার দেশে। দুপুরে দলের সঙ্গে টিম বাসে এসেছিলেন মাঠে। দল বাছাইয়ের প্রাথমিক কাজ সেরে প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু হুট করে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দ্রুত তাকে সিপিআর দেওয়া হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু সব মায়া ত্যাগ করে, সব চেষ্টা বিফলে ঠেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের এই কোচ। 

হাসপাতালে নেওয়ার সম‌য় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। হাসপাতালের আনুষ্ঠানিকতা সেরে পড়ন্ত বিকেলে তার মরদেহ নিয়ে আসা হয় সিলেট মাঠে। সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ইফতেখার রহমান মিঠু, নাজমুল আবেদীন ফাহিম এবং দুই দলের বিদেশি ও দেশি ক্রিকেটার, কোচিং স্টাফ, নিরাপত্তাকর্মী, গণমাধ্যমকর্মী এবং অন্য আরো অনেকেই জানাজায় শরিক হন।

যে মাঠ ছিল জ্যাকির সবচেয়ে আপন। যে মাঠে দাপিয়ে বেড়াতেন, শিষ্যদের নিয়ে প্রাণান্তকর ছোটাছুটি করতেন সেখান থেকেই চিরবিদায় জানানো হলো তাকে। সিলেট থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কুমিল্লায়। সেখানেই পারিবারিকভাবে হবে বাকি আনুষ্ঠানিকতা।

ঢাকা/ইয়াসিন//