১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নিচ্ছে না জেএসএস

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬০০৪ Time View

কোনো দলকে অথবা নির্দলীয় প্রার্থীকে জেএসএস সমর্থন দেবে কি না, জানতে চাইলে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সজীব চাকমা জানান, এ নিয়ে দলীয় কোনো সিদ্ধান্ত আপাতত নেই। পরিস্থিতি সাপেক্ষে হয়তো দল পরে বিবেচনা করতে পারে।

২ ডিসেম্বর পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত এক সমাবেশে জেএসএসের কেন্দ্রীয় সহসভাপতি ঊষাতন তালুকদার নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। এই ঘোষণার আগে থেকে বান্দরবান (৩০০) আসনে দলটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কে এস মং মারমা সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার–প্রচারণা চালিয়েছেন। একইভাবে রাঙামাটি (২৯৯) আসনেও ভেতরে–ভেতরে সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদারের পক্ষে প্রচারণা চালানো হয়েছিল। খাগড়াছড়ি (২৯৮) আসনে প্রার্থিতার ব্যাপারে অস্পষ্টতা ছিল। জেএসএস ২০১৮ সালের সংসদ নির্বাচনে রাঙামাটি ও বান্দরবান থেকে প্রার্থী দিয়েছিল। রাঙামাটি আসনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে ঊষাতন তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে ঊষাতন তালুকদারকে কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছিল বলে দলের নেতা–কর্মীরা দাবি করেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

নির্বাচনে অংশ নিচ্ছে না জেএসএস

সময়ঃ ১২:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

কোনো দলকে অথবা নির্দলীয় প্রার্থীকে জেএসএস সমর্থন দেবে কি না, জানতে চাইলে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সজীব চাকমা জানান, এ নিয়ে দলীয় কোনো সিদ্ধান্ত আপাতত নেই। পরিস্থিতি সাপেক্ষে হয়তো দল পরে বিবেচনা করতে পারে।

২ ডিসেম্বর পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত এক সমাবেশে জেএসএসের কেন্দ্রীয় সহসভাপতি ঊষাতন তালুকদার নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। এই ঘোষণার আগে থেকে বান্দরবান (৩০০) আসনে দলটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কে এস মং মারমা সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার–প্রচারণা চালিয়েছেন। একইভাবে রাঙামাটি (২৯৯) আসনেও ভেতরে–ভেতরে সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদারের পক্ষে প্রচারণা চালানো হয়েছিল। খাগড়াছড়ি (২৯৮) আসনে প্রার্থিতার ব্যাপারে অস্পষ্টতা ছিল। জেএসএস ২০১৮ সালের সংসদ নির্বাচনে রাঙামাটি ও বান্দরবান থেকে প্রার্থী দিয়েছিল। রাঙামাটি আসনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে ঊষাতন তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে ঊষাতন তালুকদারকে কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছিল বলে দলের নেতা–কর্মীরা দাবি করেন।