০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৬০০২ Time View

প্রকাশিত: ০১:৪০, ২৮ ডিসেম্বর ২০২৫  

শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সারা দেশে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে শনিবার মধ্যরাতে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ধারাবাহিক বার্তায় কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। একটি পোস্টে বলা হয়েছে, “আগামীকাল (রবিবার) দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শহীদ ওসমান হাদির  খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান।”

রাত পৌনে ১টার দিকে দেখা হবে ‘শহীদ হাদি চত্বরে’ লেখা আরেক পোস্টে বলা হয়েছে, “শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ প্রোগ্রাম আজকের মতো শেষ হয়েছে। রাতে হাদি চত্বরে (শাহবাগ) কেউ অবস্থান করতে পারবে না। আগামীকাল (রবিবার)) ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।”

প্রধান উপদেষ্টা কার্যালয় ঘেরাও নিয়ে ইনকিলাব মঞ্চ এখনো কোনো কমর্সূচি দেয়নি বলে সতর্ক করে অন্য একটি পোস্টে বলা হয়েছে, “ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখন পর্যন্ত যমুনা ঘেরাওয়ের কোনো ঘোষণা দেওয়া হয় নাই।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় এখনো পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে সমালোচনা মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন। তবে একে কোনো সমাধান হিসেবে দেখছে না ইনকিলাব মঞ্চ।

শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে দুদিন ধরে শাহবাগে হাদি চত্বরে টানা অবস্থান করে বিক্ষোভ দেখাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বানে আসা বিক্ষোভকারীরা। শনিবার মধ্যরাতে অবস্থান কর্মসূচি রবিবার দুপুর পর্যন্ত স্থগিত করা হয়।

ঢাকা/রায়হান/রাসেল 

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

সময়ঃ ১২:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

প্রকাশিত: ০১:৪০, ২৮ ডিসেম্বর ২০২৫  

শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সারা দেশে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে শনিবার মধ্যরাতে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ধারাবাহিক বার্তায় কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। একটি পোস্টে বলা হয়েছে, “আগামীকাল (রবিবার) দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শহীদ ওসমান হাদির  খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান।”

রাত পৌনে ১টার দিকে দেখা হবে ‘শহীদ হাদি চত্বরে’ লেখা আরেক পোস্টে বলা হয়েছে, “শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ প্রোগ্রাম আজকের মতো শেষ হয়েছে। রাতে হাদি চত্বরে (শাহবাগ) কেউ অবস্থান করতে পারবে না। আগামীকাল (রবিবার)) ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।”

প্রধান উপদেষ্টা কার্যালয় ঘেরাও নিয়ে ইনকিলাব মঞ্চ এখনো কোনো কমর্সূচি দেয়নি বলে সতর্ক করে অন্য একটি পোস্টে বলা হয়েছে, “ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখন পর্যন্ত যমুনা ঘেরাওয়ের কোনো ঘোষণা দেওয়া হয় নাই।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় এখনো পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে সমালোচনা মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন। তবে একে কোনো সমাধান হিসেবে দেখছে না ইনকিলাব মঞ্চ।

শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে দুদিন ধরে শাহবাগে হাদি চত্বরে টানা অবস্থান করে বিক্ষোভ দেখাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বানে আসা বিক্ষোভকারীরা। শনিবার মধ্যরাতে অবস্থান কর্মসূচি রবিবার দুপুর পর্যন্ত স্থগিত করা হয়।

ঢাকা/রায়হান/রাসেল