০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারে ‘প্রহসনের’ ভোটে নেই আমেজ, আছে আতঙ্ক

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৬০০৪ Time View

মিয়ানমারের আসন্ন নির্বাচন নিয়ে গত মঙ্গলবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, জান্তা সরকার এবং তাদের বিরোধিতাকারী সশস্ত্র গোষ্ঠী—উভয়পক্ষ থেকেই সাধারণ মানুষকে ভোট দেওয়া বা না দেওয়ার বিষয়ে হুমকি দেওয়া হচ্ছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্ক বলেন, ‘সহিংসতা এবং চরম দমন-পীড়নের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

মিয়ানমারের এনএলডি সদস্য ও জান্তাবিরোধী জোট নিয়ে গঠিত ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) জানিয়েছে, তারা ভোট বর্জনের জন্য সাধারণ মানুষের ওপর কোনো চাপ তৈরি করছে না।

জান্তা সরকারের দাবি, কোনো ধরনের বলপ্রয়োগ বা দমন-পীড়নের মাধ্যমে এই নির্বাচন করা হচ্ছে না। গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার-এর এক নিবন্ধে বলা হয়, পশ্চিমা মানদণ্ড দিয়ে এই নির্বাচনকে বিচার করা ভুল হবে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মিয়ানমারে ‘প্রহসনের’ ভোটে নেই আমেজ, আছে আতঙ্ক

সময়ঃ ১২:০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

মিয়ানমারের আসন্ন নির্বাচন নিয়ে গত মঙ্গলবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, জান্তা সরকার এবং তাদের বিরোধিতাকারী সশস্ত্র গোষ্ঠী—উভয়পক্ষ থেকেই সাধারণ মানুষকে ভোট দেওয়া বা না দেওয়ার বিষয়ে হুমকি দেওয়া হচ্ছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্ক বলেন, ‘সহিংসতা এবং চরম দমন-পীড়নের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

মিয়ানমারের এনএলডি সদস্য ও জান্তাবিরোধী জোট নিয়ে গঠিত ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) জানিয়েছে, তারা ভোট বর্জনের জন্য সাধারণ মানুষের ওপর কোনো চাপ তৈরি করছে না।

জান্তা সরকারের দাবি, কোনো ধরনের বলপ্রয়োগ বা দমন-পীড়নের মাধ্যমে এই নির্বাচন করা হচ্ছে না। গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার-এর এক নিবন্ধে বলা হয়, পশ্চিমা মানদণ্ড দিয়ে এই নির্বাচনকে বিচার করা ভুল হবে।