ইসলামী আন্দোলন ৩০০ আসনে মনোনয়ন ফরম জমা দেবে জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব আরও বলেন, সমঝোতার পর বাকি আসনগুলোর মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।
এদিকে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। গতকাল রাতে প্রথম আলোকে তিনি বলেন, তাঁদের কয়টি আসনে ছাড় দেওয়া হবে, সেটি জানিয়ে দেওয়া হয়েছে।
সূত্র আরও বলছে, ১০ দলের পাশাপাশি এবি পার্টিও সমঝোতার আলোচনায় আছে। গতকাল বিকেলে দলটির সঙ্গে জামায়াতের বৈঠক হয়েছে। তবে আসন সমঝোতার বিষয়ে আলোচনা কত দূর এগিয়েছে, তা জানা যায়নি।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, আসন সমঝোতা চূড়ান্ত করতে আরও কিছু সময় লাগবে। কিছু কিছু আসনে সমঝোতা হতে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত লেগে যেতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
Sangbad365 Admin 




