ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) শুরুর পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আত্মহত্যার অভিযোগ পাওয়া যাচ্ছে। এর মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে এসআইআর শুরুর পর ২৮ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে এক্সে (সাবেক টুইটার) তিনি এ কথা বলেছেন।
অক্টোবরের শেষদিকে বাংলায় এসআইআর প্রক্রিয়া চালুর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছিল, যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে, বা পরিবারের কারও নাম রয়েছে, তাঁদের চিন্তার কোনও কারণ নেই।
Sangbad365 Admin 




