ইয়ুন লির দুই ছেলের আত্মহত্যার ওপর লেখা স্মৃতিকথা ‘থিংস ইন নেচার মেরিলি গ্রো’। বইটি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডে মনোনীত এবং কার্নেগি পদকের জন্য নন-ফিকশন ক্যাটাগরিতে ফাইনালিস্ট। এই ক্যাটাগরিতে আরও আছে ব্রায়ান গোল্ডস্টোনের ‘দেয়ার ইজ নো প্লেস ফর আস’ এবং জেমস বাল্ডউইন ও উইলিয়াম স্টাইরনের যৌথ জীবনী নিয়ে লেখা মেলিকা আবদেলমুমেনের ‘বাল্ডউইন, স্টাইরন অ্যান্ড মি’, যা ফরাসি ভাষা থেকে অনুবাদ করেছেন ক্যাথরিন খোরডোক।
বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ২৭ জানুয়ারি, প্রত্যেকে পাঁচ হাজার ডলার করে পাবেন। নিউইয়র্কের কার্নেগি করপোরেশনের অনুদানে ২০১২ সালে এই পুরস্কার চালু হয়।
Sangbad365 Admin 




