তবে এবারের আসরে ৭ গোল করা তারকা ফরোয়ার্ড না থাকার পরও ম্যাচে প্রথম গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। শুরু থেকে সিটি বলে দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রতি-আক্রমণে ভালোই চাপ তৈরি করছিলেন ভিনিসিয়ুস-রদ্রিগো-জুড বেলিংহামরা। আর তেমনই এক প্রতি-আক্রমণে ২৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল।
বেলিংহামের বাড়ানো বল ধরে বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান রদ্রিগো। ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গারের চলতি মৌসুমে প্রথম গোল এটি। শুধু চলতি মৌসুমই নয়, মার্চের পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচ পর গোল পেয়েছেন রদ্রিগো।
তবে তাঁর দারুণ গোলটির সুবিধা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। আর সেটা থিবো কোর্তোয়ার দুর্বলতায়।
Sangbad365 Admin 




