মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে তাঁর প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। এ সময়ের মধ্যে গাজার জন্য মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণ না করলে ‘নরক যন্ত্রণা’ ভোগ করার হুমকিও দিয়েছেন।
গতকাল শুক্রবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, এই চুক্তি রোববার ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টার মধ্যে সম্পন্ন হতে হবে। এর আগে গত মঙ্গলবার ট্রাম্প তাঁর প্রস্তাব সামনে আনার সময় তিন থেকে চার দিনের মধ্যে প্রস্তাবে সম্মত হতে হামাসকে সময় বেঁধে দিয়েছিলেন। আরব ও তুরস্কের মধ্যস্থতাকারীরা হামাসকে চুক্তি মেনে নিতে চাপ দিচ্ছে। তবে হামাসের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, ট্রাম্পের এ প্রস্তাব হামাসের পক্ষ থেকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা বেশি।
Sangbad365 Admin 












