গণিতের বিশাল জগতে কোন সংখ্যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে? অনেকেই হয়তো এক বা পাইয়ের (৩.১৪১৬) কথা বলেন। যদিও বিজ্ঞানী ও গণিতবিদেরা একমত যে শূন্য বা জিরো সব গণিতের ভিত্তিমূল। এটি কেবল একটি সংখ্যা নয়, বরং একটি বিপ্লবী ধারণা যা আধুনিক বিজ্ঞান, অর্থনীতি ও প্রযুক্তির পথ প্রশস্ত করেছে।
সংখ্যা হিসেবে শূন্যের ধারণাকে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক উদ্ভাবনের একটি বিবেচনা করা হয়। বিভিন্ন প্রাচীন সভ্যতায় গণনা করার পদ্ধতি ছিল, কিন্তু তারা শূন্যকে একটি ধারণা বা স্থান-ধারক হিসেবে ব্যবহার করত না। শূন্যকে প্রথম আনুষ্ঠানিকভাবে সংখ্যা হিসেবে ব্যবহার করা শুরু হয় ভারতবর্ষে। প্রায় দেড় হাজার বছর আগে এর ব্যবহার দেখা যায়। ভারতীয় গণিতবিদেরা শূন্যকে কেবল পরিমাণের অনুপস্থিতি হিসেবে নয়, বরং গাণিতিক সমীকরণে একটি সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রবর্তন করেন।
Sangbad365 Admin 




