মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এমএস প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
ভর্তির যোগ্যতা—
১. প্রার্থীকে মাভাবিপ্রবি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের বিএসসি (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।
২. বিএসসি (সম্মান) ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে কোনো শিক্ষার্থীর অনার্স শ্রেণিতে কোনো বিষয়ে ক্রেডিট অসম্পূর্ণ থাকলে তিনি ভর্তির আবেদন করতে পারবেন না।
৩. ভর্তিপ্রক্রিয়া চলাকালীন অথবা এমএস অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থী অনার্স শ্রেণির প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হলে তাঁর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
৪. বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৫. চাকরি করা প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।