০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ বিষয়ে ভারত আগের অবস্থানেই

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬০০৩ Time View

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমাদের অবস্থান শুরু থেকেই খুবই স্পষ্ট এবং এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পক্ষে ভারত।’ তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিও আপনি জানেন। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে, যা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া উচিত। এটাই আমাদের অবস্থান। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষেই আছি।’

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে যদি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) বাদ দেয়, তবে ভারত সেই নির্বাচনের ফলাফল মেনে নেবে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ভারত এমন একটি নির্বাচন চায়, যা অবাধ, সুষ্ঠু হবে এবং যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে।

২০১৮ সাল থেকে লন্ডনে বিএনপির নেতৃত্বের সঙ্গে ভারতের যোগাযোগের খবর এবং বিএনপি নেতার বাংলাদেশে ফেরার আগে ভারতের ক্লিয়ারেন্সের (ছাড়) আলোচনার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। এ বিষয়ে জয়সোয়াল বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে ভারত। বিএনপি নেতার লন্ডন থেকে ফেরাকে সেই প্রেক্ষাপট থেকে দেখা উচিত।

উল্লেখ্য, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ভারত ছিল তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। নয়াদিল্লির সমর্থন আওয়ামী লীগকে তিনটি বিতর্কিত নির্বাচনের বৈতরণি পেরোতে সহায়তা করেছিল।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বাংলাদেশ বিষয়ে ভারত আগের অবস্থানেই

সময়ঃ ১২:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমাদের অবস্থান শুরু থেকেই খুবই স্পষ্ট এবং এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পক্ষে ভারত।’ তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিও আপনি জানেন। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে, যা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া উচিত। এটাই আমাদের অবস্থান। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষেই আছি।’

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে যদি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) বাদ দেয়, তবে ভারত সেই নির্বাচনের ফলাফল মেনে নেবে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ভারত এমন একটি নির্বাচন চায়, যা অবাধ, সুষ্ঠু হবে এবং যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে।

২০১৮ সাল থেকে লন্ডনে বিএনপির নেতৃত্বের সঙ্গে ভারতের যোগাযোগের খবর এবং বিএনপি নেতার বাংলাদেশে ফেরার আগে ভারতের ক্লিয়ারেন্সের (ছাড়) আলোচনার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। এ বিষয়ে জয়সোয়াল বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে ভারত। বিএনপি নেতার লন্ডন থেকে ফেরাকে সেই প্রেক্ষাপট থেকে দেখা উচিত।

উল্লেখ্য, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ভারত ছিল তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। নয়াদিল্লির সমর্থন আওয়ামী লীগকে তিনটি বিতর্কিত নির্বাচনের বৈতরণি পেরোতে সহায়তা করেছিল।