০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সমালোচনার ভয়ও তথ্য প্রাপ্তিতে বাধা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০১৯ Time View

রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা দরকার বলে সেমিনারে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানস্বীকৃত প্রতিষ্ঠান। রাজনৈতিক দল যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক না হয়, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আশা দুরাশায় পরিণত হবে।

বিগত নির্বাচন কমিশন পাতানো ছিল—এমন মন্তব্য করে সুজন সম্পাদক বলেন, ওই কমিশনে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের নাম কে প্রস্তাব করেছিল, সে বিষয়টি জানতে তিনি তথ্য কমিশনে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে কোনো তথ্য পাননি। তবে এ বিষয়ে এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

সুনির্দিষ্ট দাবি সত্ত্বেও বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তথ্য অধিকার আইনে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে না বলে উল্লেখ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সরকার তথ্য কমিশন গঠন করেনি।

তথ্য অধিকার আইনের দুর্বলতা আছে উল্লেখ করে সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘আইনটি আমাদের নিজেদেরই করা। কিন্তু শেষ পর্যন্ত যেটি হয়েছে, সেটি কিন্তু শতভাগ আমাদের নয়।’

এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া বলেন, তথ্য অধিকার আইনের দুর্বলতা একদম যে নেই, তা নয়। তবে প্রয়োগের জায়গাটা মারাত্মকভাবে দুর্বল।

ট্যাগঃ

সমালোচনার ভয়ও তথ্য প্রাপ্তিতে বাধা

সময়ঃ ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা দরকার বলে সেমিনারে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানস্বীকৃত প্রতিষ্ঠান। রাজনৈতিক দল যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক না হয়, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আশা দুরাশায় পরিণত হবে।

বিগত নির্বাচন কমিশন পাতানো ছিল—এমন মন্তব্য করে সুজন সম্পাদক বলেন, ওই কমিশনে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের নাম কে প্রস্তাব করেছিল, সে বিষয়টি জানতে তিনি তথ্য কমিশনে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে কোনো তথ্য পাননি। তবে এ বিষয়ে এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

সুনির্দিষ্ট দাবি সত্ত্বেও বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তথ্য অধিকার আইনে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে না বলে উল্লেখ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সরকার তথ্য কমিশন গঠন করেনি।

তথ্য অধিকার আইনের দুর্বলতা আছে উল্লেখ করে সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘আইনটি আমাদের নিজেদেরই করা। কিন্তু শেষ পর্যন্ত যেটি হয়েছে, সেটি কিন্তু শতভাগ আমাদের নয়।’

এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া বলেন, তথ্য অধিকার আইনের দুর্বলতা একদম যে নেই, তা নয়। তবে প্রয়োগের জায়গাটা মারাত্মকভাবে দুর্বল।