ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেছেন, তাঁর দল আগের ম্যাচের চেয়ে ২০ রান বেশি করতে চায়। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৬৫ রান।
টসের সময় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, ১৮০ রানের আশপাশে স্কোরই ভালো হবে। আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে, রাতের দিকে শিশিরের ভূমিকাও থাকবে।
লিটন অবশ্য রান তাড়ার ক্ষেত্রে প্রথম চার ব্যাটসম্যানের ১৫ ওভার পর্যন্ত টিকে থাকাটা গুরুত্বপূর্ণ মনে করছেন।
Sangbad365 Admin 












