নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার গৃহিণী হালিম আক্তার বলেন, ‘রাত ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত গ্যাস থাকে না। এমন অবস্থা যে চুলাই জ্বলে না। রান্না নিয়ে খুব দুর্ভোগ পোহাতে হয়।’
গত সোম ও গতকাল মঙ্গলবার সকাল, দুপুর ও বিকেলে খোঁজ নিয়ে জানা গেছে, শহরের কান্দিপাড়া, কাজীপাড়া, সরকারপাড়া, দক্ষিণ ও উত্তর পৈরতলা, মধ্যপাড়া, বাগানবাড়ি, হালদারপাড়া, মুন্সেফপাড়া, ফুলবাড়িয়া, পশ্চিম পাইকপাড়া, পাইকপাড়া, কালাইশ্রীপাড়া, পাওয়ার হাউজ রোড, উত্তর ও দক্ষিণ মৌড়াইল, কলেজপাড়া, দাতিয়ারা, কাউতলী, ভাদুঘর, শহরতলির বিরাসারসহ বিস্তীর্ণ এলাকায় এই সংকট চলছে।
Sangbad365 Admin 




