০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অমিতাভ বা শাহরুখ নন, বলিউডের প্রথম ইন্টারনেট ব্যবহারকারী এই তারকা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৬০১৫ Time View

তারকাপরিবারের চাপ
শাম্মি কাপুর ছিলেন বলিউডের প্রথম পরিবারের সন্তান—বাবা পৃথ্বীরাজ কাপুর থিয়েটার ও সিনেমার কিংবদন্তি, বড় ভাই রাজ কাপুর তখনই প্রতিষ্ঠিত নায়ক-পরিচালক। এমনকি স্ত্রী গীতা বলিও ছিলেন তাঁর চেয়ে বড় তারকা। ফলে তুলনার চাপ সব সময় ছিল, যদিও সম্পর্কের ক্ষতি হয়নি কখনো।

প্রেম
শাম্মির কাছে জীবনের একমাত্র সত্যিকারের প্রেম ছিলেন গীতা বলি। একদিন তিনি শর্ত দেন—সেই দিনই বিয়ে না করলে আর নয়। ২৪ ঘণ্টার মধ্যে মন্দিরে বিয়ে সেরে ফেলেন তাঁরা।
‘ভারতের এলভিস প্রেসলি’ নামে পরিচিত শাম্মি স্বীকার করতেন—তিনি আসলে নাচতে জানতেন না! নাচের ক্লাসও নিয়েছিলেন, কিন্তু পারেননি। তাঁর শক্তি ছিল তাল-লয়ের অনুভূতি, অভিব্যক্তি ও দেহভঙ্গি। হেলেনের মতো নৃত্যশিল্পীর সঙ্গে জুটিবদ্ধ হলে তিনিই করতেন জটিল স্টেপ, আর শাম্মি ভর করতেন শরীরী ভাষা ও মুখভঙ্গিতে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

অমিতাভ বা শাহরুখ নন, বলিউডের প্রথম ইন্টারনেট ব্যবহারকারী এই তারকা

সময়ঃ ১২:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

তারকাপরিবারের চাপ
শাম্মি কাপুর ছিলেন বলিউডের প্রথম পরিবারের সন্তান—বাবা পৃথ্বীরাজ কাপুর থিয়েটার ও সিনেমার কিংবদন্তি, বড় ভাই রাজ কাপুর তখনই প্রতিষ্ঠিত নায়ক-পরিচালক। এমনকি স্ত্রী গীতা বলিও ছিলেন তাঁর চেয়ে বড় তারকা। ফলে তুলনার চাপ সব সময় ছিল, যদিও সম্পর্কের ক্ষতি হয়নি কখনো।

প্রেম
শাম্মির কাছে জীবনের একমাত্র সত্যিকারের প্রেম ছিলেন গীতা বলি। একদিন তিনি শর্ত দেন—সেই দিনই বিয়ে না করলে আর নয়। ২৪ ঘণ্টার মধ্যে মন্দিরে বিয়ে সেরে ফেলেন তাঁরা।
‘ভারতের এলভিস প্রেসলি’ নামে পরিচিত শাম্মি স্বীকার করতেন—তিনি আসলে নাচতে জানতেন না! নাচের ক্লাসও নিয়েছিলেন, কিন্তু পারেননি। তাঁর শক্তি ছিল তাল-লয়ের অনুভূতি, অভিব্যক্তি ও দেহভঙ্গি। হেলেনের মতো নৃত্যশিল্পীর সঙ্গে জুটিবদ্ধ হলে তিনিই করতেন জটিল স্টেপ, আর শাম্মি ভর করতেন শরীরী ভাষা ও মুখভঙ্গিতে।