০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প কী লক্ষ্য অর্জন করতে চান

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৬০২৫ Time View

সেনাবাহিনী মাদুরোর পক্ষে
যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তারের তথ্যের জন্য ঘোষিত পুরস্কার বাড়িয়ে ৫ কোটি ডলার করেছে, যাতে তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা প্রলুব্ধ হয়ে তাঁকে ধরিয়ে দেয়। কিন্তু এতেও মাদুরো–ঘনিষ্ঠজনদের মধ্যে বিভাজন ঘটেনি। ভেনেজুয়েলার আইন অধ্যাপক হোসে ইগনাসিও হার্নান্দেজ বলেন, ৫ কোটি ডলার ভেনেজুয়েলার অভিজাতদের জন্য কিছুই না। তিনি বলেন, তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার মতো দেশে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।

অনেক বিশ্লেষকের মতে, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের মূল চাবিকাঠি হলো সেনাবাহিনী। তবে সেনারা মাদুরোর বিরুদ্ধে অবস্থান নেবেন কেবল তখনই, যদি তাঁদের বিচার থেকে অব্যাহতির নিশ্চয়তা দেওয়া হয়।

হার্নান্দেজ বলেন, ‘তাঁরা ভাববেন, কোনো না কোনোভাবে আমিও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।’

শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক ও লাতিন আমেরিকা বিষয়ে বিশেষজ্ঞ মাইকেল আলবার্টাস মনে করেন, এমনকি ৫০ কোটি ডলার পুরস্কার ঘোষণাও মাদুরোর ঘনিষ্ঠ মহলকে তাঁর বিরুদ্ধে নিতে পারবে না। তিনি বলেন, ‘স্বৈরশাসক নেতারা সব সময় তাঁদের ঘনিষ্ঠদের প্রতিও সন্দেহপ্রবণ থাকেন, আর সেই কারণেই তাঁরা আনুগত্য নিশ্চিত করতে নজরদারি ব্যবস্থাও গড়ে তোলেন।’

ভেনেজুয়েলার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট আরও তীব্র করেছে, কিন্তু তাতে উচ্চপর্যায়ের কেউই প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে অবস্থান নেয়নি।

ট্যাগঃ

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প কী লক্ষ্য অর্জন করতে চান

সময়ঃ ১২:০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

সেনাবাহিনী মাদুরোর পক্ষে
যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তারের তথ্যের জন্য ঘোষিত পুরস্কার বাড়িয়ে ৫ কোটি ডলার করেছে, যাতে তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা প্রলুব্ধ হয়ে তাঁকে ধরিয়ে দেয়। কিন্তু এতেও মাদুরো–ঘনিষ্ঠজনদের মধ্যে বিভাজন ঘটেনি। ভেনেজুয়েলার আইন অধ্যাপক হোসে ইগনাসিও হার্নান্দেজ বলেন, ৫ কোটি ডলার ভেনেজুয়েলার অভিজাতদের জন্য কিছুই না। তিনি বলেন, তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার মতো দেশে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।

অনেক বিশ্লেষকের মতে, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের মূল চাবিকাঠি হলো সেনাবাহিনী। তবে সেনারা মাদুরোর বিরুদ্ধে অবস্থান নেবেন কেবল তখনই, যদি তাঁদের বিচার থেকে অব্যাহতির নিশ্চয়তা দেওয়া হয়।

হার্নান্দেজ বলেন, ‘তাঁরা ভাববেন, কোনো না কোনোভাবে আমিও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।’

শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক ও লাতিন আমেরিকা বিষয়ে বিশেষজ্ঞ মাইকেল আলবার্টাস মনে করেন, এমনকি ৫০ কোটি ডলার পুরস্কার ঘোষণাও মাদুরোর ঘনিষ্ঠ মহলকে তাঁর বিরুদ্ধে নিতে পারবে না। তিনি বলেন, ‘স্বৈরশাসক নেতারা সব সময় তাঁদের ঘনিষ্ঠদের প্রতিও সন্দেহপ্রবণ থাকেন, আর সেই কারণেই তাঁরা আনুগত্য নিশ্চিত করতে নজরদারি ব্যবস্থাও গড়ে তোলেন।’

ভেনেজুয়েলার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট আরও তীব্র করেছে, কিন্তু তাতে উচ্চপর্যায়ের কেউই প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে অবস্থান নেয়নি।