১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘সাকিনা’ অর্থ কী

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৬০১০ Time View

নবীজি (সা.)-এর বহু হাদিসে সাকিনার বর্ণনা পাওয়া যায়। তিনি মুমিনের হৃদয়ে প্রশান্তির নাজিলের বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। সেসব হাদিস আমাদের কাজকর্মে, চলাফেরায় ও কঠিন পরিস্থিতিতে ধৈর্য, সংযম ও স্থিরতা বজায় রাখতে উৎসাহ দেয়।

হাদিসে বর্ণিত হয়েছে, কোরআন পাঠের মাধ্যমে সাকিনা নাজিল হয়।

বারা (রা.) বলেন, এক ব্যক্তি সুরা কাহাফ পাঠ করছিলেন। তাঁর ঘোড়াটি দুটি রশি দিয়ে তার পাশে বাঁধা ছিল। তখন একখণ্ড মেঘ এসে তার ওপর ছায়া বিস্তার করল। মেঘখণ্ড ক্রমেই নিচের দিকে নেমে আসতে লাগল। আর তাঁর ঘোড়াটি ভয়ে লাফালাফি শুরু করে দিল।

ভোরে লোকটি নবীজির কাছে ঘটনাটি বললেন। নবীজি বললেন, এটা ছিল সাকিনা (প্রশান্তি), যা কোরআন পাঠের কারণে নাজিল হয়েছিল। (সহিহ বুখারি, হাদিস: ৫০১১)

অপর হাদিসে নবীজি (সা.) বলেছেন, কোরআনের আলোচনার বৈঠকে সাকিনা নাজিল হয়।

রাসুল (সা.) বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর ঘরগুলোর কোনো একটিতে সমবেত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং পরস্পরে তার পর্যালোচনায় নিয়োজিত থাকে তখন তাদের ওপর প্রশান্তি অবতীর্ণ হয়।

রহমত তাদের আচ্ছাদিত করে এবং ফেরেশতারা তাদের পরিবেষ্টন করে রাখেন। আর আল্লাহ তাআলা তাঁর নৈকট্যধারীদের (ফেরেশতাদের) নিয়ে তাদের কথা বলেন। আর যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেবে তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। (সহিহ মুসলিম, হাদিস: ২৬৯৯-১)

ট্যাগঃ
জনপ্রিয় খবর

টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর, ২০২৫)

‘সাকিনা’ অর্থ কী

সময়ঃ ১২:০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

নবীজি (সা.)-এর বহু হাদিসে সাকিনার বর্ণনা পাওয়া যায়। তিনি মুমিনের হৃদয়ে প্রশান্তির নাজিলের বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। সেসব হাদিস আমাদের কাজকর্মে, চলাফেরায় ও কঠিন পরিস্থিতিতে ধৈর্য, সংযম ও স্থিরতা বজায় রাখতে উৎসাহ দেয়।

হাদিসে বর্ণিত হয়েছে, কোরআন পাঠের মাধ্যমে সাকিনা নাজিল হয়।

বারা (রা.) বলেন, এক ব্যক্তি সুরা কাহাফ পাঠ করছিলেন। তাঁর ঘোড়াটি দুটি রশি দিয়ে তার পাশে বাঁধা ছিল। তখন একখণ্ড মেঘ এসে তার ওপর ছায়া বিস্তার করল। মেঘখণ্ড ক্রমেই নিচের দিকে নেমে আসতে লাগল। আর তাঁর ঘোড়াটি ভয়ে লাফালাফি শুরু করে দিল।

ভোরে লোকটি নবীজির কাছে ঘটনাটি বললেন। নবীজি বললেন, এটা ছিল সাকিনা (প্রশান্তি), যা কোরআন পাঠের কারণে নাজিল হয়েছিল। (সহিহ বুখারি, হাদিস: ৫০১১)

অপর হাদিসে নবীজি (সা.) বলেছেন, কোরআনের আলোচনার বৈঠকে সাকিনা নাজিল হয়।

রাসুল (সা.) বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর ঘরগুলোর কোনো একটিতে সমবেত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং পরস্পরে তার পর্যালোচনায় নিয়োজিত থাকে তখন তাদের ওপর প্রশান্তি অবতীর্ণ হয়।

রহমত তাদের আচ্ছাদিত করে এবং ফেরেশতারা তাদের পরিবেষ্টন করে রাখেন। আর আল্লাহ তাআলা তাঁর নৈকট্যধারীদের (ফেরেশতাদের) নিয়ে তাদের কথা বলেন। আর যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেবে তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। (সহিহ মুসলিম, হাদিস: ২৬৯৯-১)