দীর্ঘ ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচন। নির্বাচনের মাত্র সাত দিন বাকি থাকলেও ক্যাম্পাসে ভোটের কাঙ্ক্ষিত আমেজ তৈরি হয়নি।
জাকসু নির্বাচনে যে আচরণবিধি কমিশন দিয়েছে, সেটা দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করা সম্ভব না বলে মনে করছেন প্রার্থীরা। আচরণবিধিতেই নির্বাচনের আমেজ ‘কোণঠাসা’ হয়ে গেছে।