বয়স্ক হওয়া নিয়েও সোফিয়া লরেনের দৃষ্টিভঙ্গি বেশ প্রশংসনীয়। ২০১৯ সালে ‘হ্যালো ম্যাগাজিন’ জিজ্ঞেস করেছিল, তাঁর তারুণ্যের রহস্য কী?
সোফিয়া বলেছিলেন, ‘এর কোনো রহস্য নেই। এই চেহারাটা নিয়েই আমি জন্মেছি। আমি যেমনভাবে জন্মেছি, নিজেকে তেমনভাবেই রাখতে ভালোবাসি। এর বাইরে কোনো গোপন রহস্য নেই।’
২০২০ সালে ‘এএআরপি ম্যাগাজিন’–এর ডিসেম্বর–জানুয়ারি সংখ্যায় বলেছিলেন, ‘আমার বয়স ৮৬, নিজেই বিশ্বাস করতে পারি না। আমার মনে হয়, আমি এখনো ২০ বছরের তরুণী। আয়নায় নিজের দিকে তাকালে নিজেকে উৎসাহ দিই। নিজেকে জিজ্ঞেস করি না—“আমি কি সুন্দর?” বা “আমি কি অসাধারণ?” বরং ভাবি, ভেতর থেকে কেমন অনুভব করছি, আমি কতটা আত্মবিশ্বাসী, কতটা সুখী। কারণ, দিন শেষে আসল বিষয় সেটাই।’
০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
৯১ বছরেও সোফিয়া লরেন সুস্থ আছেন যেভাবে
-
Sangbad365 Admin - সময়ঃ ১২:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- ১৬০৩৫ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর





