এত কিছুর মধ্যেও বাগদানের ঘোষণায় সুইফটের লেখা একটা বাক্য তাঁর ভক্তদের ভালোবাসা যেন আরও বাড়িয়ে দিয়েছে। ইনস্টাগ্রামে বাগদানের ছবির ক্যাপশনে টেইলর সুইফট লিখেছেন ‘তোমাদের ইংরেজির শিক্ষক আর ব্যায়ামের শিক্ষক বিয়ে করতে যাচ্ছে।’
যাঁরা সুইফটের পাঁড়ভক্ত, তাঁরা বিষয়টা জানেন। কিন্তু যাঁরা সুইফটকে কম জানেন, তাঁদের প্রশ্ন, কেন নিজেকে ‘ইংলিশ টিচার’ আর প্রেমিককে ‘জিম টিচার’ বলে পরিচয় দিলেন টেইলর সুইফট?
Sangbad365 Admin 












