২০০৬ সালে ভিক্টোরিয়ার কারাগারগুলোয় ভেজেমিট নিষিদ্ধ করা হয়। কারণ, এটি মাদক শনাক্ত করতে সক্ষম কুকুরের কাজে ব্যঘাত সৃষ্টি করে। বন্দীরা আগে ভেজেমাইটের আড়ালে অবৈধ মাদক লুকিয়ে রাখতেন। তাঁরা মনে করতেন, গন্ধের কারণে কুকুর মাদক চিহ্নিত করতে পারবে না।
এ ছাড়া ভেজেমাইটে ইস্টের উপাদান থাকে, যা ভিক্টোরিয়ার কারাগারগুলোয় নিষিদ্ধ। কারা কর্তৃপক্ষের সন্দেহ, এটি ‘মদ উৎপাদনে ব্যবহার করা হতে পারে’।
কারা কর্তৃপক্ষ ম্যাককেচনিকে মানবাধিকার আইন অনুযায়ী অস্ট্রেলীয় হিসেবে নিজস্ব সংস্কৃতি উপভোগের অধিকার থেকে বঞ্চিত করেছে—তিনি আদালতের কাছ থেকে এমন একটি ঘোষণা চাচ্ছেন।
Sangbad365 Admin 




