সাড়ে ছয় বছরের ছোট শিশু ফাতেমা, যার হাসি আর মায়াবি চেহারার দিকে তাকালে দৃষ্টি আটকে যায়। ঝিনাইদহ শহরের অক্সফোর্ড স্কুলের প্লে গ্রুপে পড়া ছোট্ট এই মেয়েটির মুখে সব সময় হাসি থাকে। স্বপ্নের মতো তার প্রাণবন্ত হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে বেঁচে থাকার আকুতি। সে একটি জটিল রোগে আক্রান্ত।
ফাতেমা প্রতিনিয়ত থ্যালাসেমিয়া রোগের সঙ্গে লড়াই করে চলেছে। এ জন্য তার পরিবারের এরই মধ্যে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। দীর্ঘ সময়ে ফাতেমার শরীরে প্রায় ১৫০ ব্যাগ রক্ত দিতে হয়েছে। এখনো বাবা ছুটে বেড়ান রক্তের সন্ধানে। এভাবে তাকে বাঁচিয়ে রেখেছেন। ভারতেও চিকিৎসক দেখানো হয়েছে ফাতেমাকে। তাঁরা জানিয়েছেন, সম্পূর্ণ ভালো হতে হলে ফাতেমার বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। আর এ জন্য তাঁদের আরও ২০ থেকে ২২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অসহায় বাবা মেয়ের চিকিৎসায় এরই মধ্যে সব শেষ করেছেন, আর চিকিৎসা চালিয়ে যাওয়ার সম্বল নেই। তাই মেয়েকে বাড়িতে রেখেছেন।