এদিকে এই ঘটনা নিয়ে দিব্যর মা, অভিনেত্রী শাহনাজ খুশি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক, আমির খানের সঙ্গে হঠাৎ দেখা! এরপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেওয়া, কথা বলা।’ শাহনাজ খুশির ভাষায়, ‘অচেনা-অখ্যাত একজন শিল্পীর প্রতি আমির খানের মতো একজন তারকার এমন বিনয় নিশ্চয় দিব্যর জন্যও শিক্ষণীয় হয়ে থাকবে।’ তাঁর এই পোস্টে চঞ্চল চৌধুরী, কচি খন্দকার, তানভীন সুইটির মতো তারকারাও ভালোবাসা ও বিস্ময় প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আমির খান বর্তমানে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ২০২৫’-এর অতিথি হিসেবে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিনেমার মাধ্যমে সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও দৃঢ় করতেই এই উৎসবের আয়োজন।
নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির যমজ সন্তান দিব্য ও সৌম্য জ্যোতি অল্প সময়েই বিনোদন অঙ্গনে নিজেদের জায়গা করে নিয়েছেন। দিব্য এরই মধ্যে ‘মুজিব’ ও ‘অন্তর্জাল’ সিনেমার মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন।
০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
পা ছুঁতে চেয়েছিলেন দিব্য, বুকে জড়িয়ে ধরলেন আমির খান
-
Sangbad365 Admin
- সময়ঃ ১২:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- ১৬০১৮ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর