০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে ফিনিশার কে—জাকের না নুরুল

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০১৯ Time View

ব্যাটিংয়ের ধাঁচেও দুজন আলাদা। নুরুল দ্রুত রান তুলতে চান। তবে ক্রিজে তাঁকে একটু অস্থির মনে হয়। প্রচুর নড়াচড়া করেন, সম্ভবত বোলারের লাইন-লেংথ নষ্ট করার জন্য। নিখাদ পাওয়ার হিটিংয়ের চেয়ে স্টাম্পের পেছন দিয়ে ‘চিকি শট’ খেলায় তাঁর আগ্রহ বেশি। জাকের তুলনায় বেশি ব্যাটসম্যানসুলভ। ইনিংস টানতে যেমন পারেন, মারতেও পারেন। তবে নুরুলের মতো তিনিও ক্রিজে নড়াচড়া করেন। বল মারার জন্য তাঁর আলাদা এক স্ট্যান্স আছে—চেস্ট ওপেন স্ট্যান্স। কিন্তু এর ঝুঁকিও আছে। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার লেংথের বলে সুবিধা করে ওঠা কঠিন। ভারতের বোলাররা ভিডিও অ্যানালিস্টের সহায়তায় সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন।

তবে ভারতেরই সাবেক ক্রিকেটার রোহান গাভাস্কার বাজি ধরেছেন জাকেরের পক্ষেই। ‘ক্রিকবাজ’-এ তিনি বলেছেন, ‘জাকের আলীর দিকে আমি নজর রাখব। দল যখন বিপদে পড়ে, সে এসে পরিস্থিতি সামলায়। রান করে, স্কোরটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক বানায়।’

ফিনিশারের ভূমিকায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এখন কাকে খেলায়, সেটাই দেখার বিষয়।

ট্যাগঃ

ভারতের বিপক্ষে ফিনিশার কে—জাকের না নুরুল

সময়ঃ ১২:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ব্যাটিংয়ের ধাঁচেও দুজন আলাদা। নুরুল দ্রুত রান তুলতে চান। তবে ক্রিজে তাঁকে একটু অস্থির মনে হয়। প্রচুর নড়াচড়া করেন, সম্ভবত বোলারের লাইন-লেংথ নষ্ট করার জন্য। নিখাদ পাওয়ার হিটিংয়ের চেয়ে স্টাম্পের পেছন দিয়ে ‘চিকি শট’ খেলায় তাঁর আগ্রহ বেশি। জাকের তুলনায় বেশি ব্যাটসম্যানসুলভ। ইনিংস টানতে যেমন পারেন, মারতেও পারেন। তবে নুরুলের মতো তিনিও ক্রিজে নড়াচড়া করেন। বল মারার জন্য তাঁর আলাদা এক স্ট্যান্স আছে—চেস্ট ওপেন স্ট্যান্স। কিন্তু এর ঝুঁকিও আছে। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার লেংথের বলে সুবিধা করে ওঠা কঠিন। ভারতের বোলাররা ভিডিও অ্যানালিস্টের সহায়তায় সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন।

তবে ভারতেরই সাবেক ক্রিকেটার রোহান গাভাস্কার বাজি ধরেছেন জাকেরের পক্ষেই। ‘ক্রিকবাজ’-এ তিনি বলেছেন, ‘জাকের আলীর দিকে আমি নজর রাখব। দল যখন বিপদে পড়ে, সে এসে পরিস্থিতি সামলায়। রান করে, স্কোরটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক বানায়।’

ফিনিশারের ভূমিকায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এখন কাকে খেলায়, সেটাই দেখার বিষয়।