০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সুরা লাহাব: বাংলা উচ্চারণ ও শিক্ষা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০০৮ Time View

আল্লাহর বিরোধী হওয়া মানেই ধ্বংস: কোরআন শিক্ষা দেয়, আল্লাহর বার্তাবাহকের বিরোধিতা করলে মানুষ যত শক্তিশালী হোক না কেন, শেষ পরিণতি হবে ধ্বংস।

ধন-সম্পদের অহংকার বৃথা: আবু লাহাবের মতো প্রভাবশালী ব্যক্তিও বাঁচতে পারেনি। অর্থ, বংশ, মর্যাদা কোনো কাজে আসে না যদি ঈমান না থাকে।

পরিবারও দায়ী হতে পারে: আবু লাহাবের স্ত্রীও শাস্তির অংশীদার হয়েছেন, কারণ তিনি স্বামীর অন্যায়ের সহযোগী ছিলেন। এতে বোঝা যায়, অন্যায়ের কাজে সঙ্গ দেওয়া নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

মুমিনদের জন্য সতর্কবার্তা: মুসলমানদের উচিত কেবল দুনিয়ার সম্পদে নির্ভর না করে আখিরাতের সফলতার দিকে মনোযোগী হওয়া।

সুরা লাহাব শুধু একটি ঐতিহাসিক ঘটনার দলিল নয়; বরং এটি ইসলামবিদ্বেষ, অহংকার এবং সত্যের বিরোধিতার পরিণতির এক চিরন্তন সতর্কবাণী। এতে প্রমাণিত হয়েছে—দুনিয়ার ধন-সম্পদ, মর্যাদা বা ক্ষমতা কোনো কাজে আসবে না, যদি মানুষ আল্লাহর আনুগত্য না করে।

আজকের মুসলমানদের জন্য এ সূরা হচ্ছে শক্ত বার্তা—অন্যায়ের পাশে না দাঁড়িয়ে, সত্যের পথে দৃঢ় থাকা এবং আখিরাতের মুক্তির জন্য প্রস্তুত হওয়া।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সুরা লাহাব: বাংলা উচ্চারণ ও শিক্ষা

সময়ঃ ১২:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আল্লাহর বিরোধী হওয়া মানেই ধ্বংস: কোরআন শিক্ষা দেয়, আল্লাহর বার্তাবাহকের বিরোধিতা করলে মানুষ যত শক্তিশালী হোক না কেন, শেষ পরিণতি হবে ধ্বংস।

ধন-সম্পদের অহংকার বৃথা: আবু লাহাবের মতো প্রভাবশালী ব্যক্তিও বাঁচতে পারেনি। অর্থ, বংশ, মর্যাদা কোনো কাজে আসে না যদি ঈমান না থাকে।

পরিবারও দায়ী হতে পারে: আবু লাহাবের স্ত্রীও শাস্তির অংশীদার হয়েছেন, কারণ তিনি স্বামীর অন্যায়ের সহযোগী ছিলেন। এতে বোঝা যায়, অন্যায়ের কাজে সঙ্গ দেওয়া নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

মুমিনদের জন্য সতর্কবার্তা: মুসলমানদের উচিত কেবল দুনিয়ার সম্পদে নির্ভর না করে আখিরাতের সফলতার দিকে মনোযোগী হওয়া।

সুরা লাহাব শুধু একটি ঐতিহাসিক ঘটনার দলিল নয়; বরং এটি ইসলামবিদ্বেষ, অহংকার এবং সত্যের বিরোধিতার পরিণতির এক চিরন্তন সতর্কবাণী। এতে প্রমাণিত হয়েছে—দুনিয়ার ধন-সম্পদ, মর্যাদা বা ক্ষমতা কোনো কাজে আসবে না, যদি মানুষ আল্লাহর আনুগত্য না করে।

আজকের মুসলমানদের জন্য এ সূরা হচ্ছে শক্ত বার্তা—অন্যায়ের পাশে না দাঁড়িয়ে, সত্যের পথে দৃঢ় থাকা এবং আখিরাতের মুক্তির জন্য প্রস্তুত হওয়া।