বিখ্যাত আইরিশ লেখক অস্কার ওয়াইল্ডকে সম্মান জানাতে ১৩০ বছর পর তাঁর নামে নতুন করে একটি লাইব্রেরি কার্ড (পাঠক কার্ড) ইস্যু করেছে ব্রিটিশ লাইব্রেরি।
ঔপন্যাসিক, কবি ও নাট্যকার হিসেবে খ্যাত ওয়াইল্ডের ওপর ১৮৯৫ সালে লাইব্রেরির পাঠককক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কারণ, তখন তাঁর বিরুদ্ধে সমকামিতার অভিযোগে মামলা হয়েছিল। সে সময় এটি যুক্তরাজ্যে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতো।
নতুন কার্ডটি তাঁর নাতি ও লেখক মার্লিন হল্যান্ডের হাতে তুলে দেওয়া হবে। মার্লিন হল্যান্ড বলেছেন, ‘এটি খুব ভালো উদ্যোগ। আমি নিশ্চিত যে তাঁর আত্মা শান্তি পাবে।’
Sangbad365 Admin 












