স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় তাঁর খালার বাড়িতে বেড়াতে যায় রফিকুল ইসলাম। বিকেলে সে মেহেদী, শিমুল, আরও দুই বন্ধুসহ মোট পাঁচজন মিলে একটি ছোট নৌকায় করে মকস বিলে ঘুরতে যায়। ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে বিকেল সাড়ে চারটার দিকে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে তীরে উঠতে সক্ষম হন সাকিব হোসেন ও আরাফাত হোসেন। তবে মেহেদী, শিমুল ও রফিকুল পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয় লোকজন ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। গতকাল সকাল আটটার দিকে রফিকুল ও বিকেল পাঁচটার দিকে শিমুলের মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয় মেহেদীর মরদেহ।