তিনি আরও লিখেন, ‘এই অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি।’ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ৩১টি দেশে সাউথকমের মাধ্যমে কার্যক্রম চালায়।
নিজের পোস্টের সঙ্গে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করেছেন ট্রাম্প। ভিডিওটির ওপরের দিকে ‘অগোপনীয়’ (আনক্ল্যাসিফাইড) লেখা দেখা যাচ্ছিল। ভিডিওতে পানিতে থাকা একটি নৌযান বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে।
পরবর্তীতে ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে, কার্গোতে কী ছিল, আপনাদের সেটাই দেখতে হবে… সাগরের বড় বড় ব্যাগে কোকেন ও ফেন্টানাইল ছড়িয়ে পড়েছিল।’