০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাপথে মহানবীর (সা.) শেখানো দোয়া ও সুন্নাহ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১৬০১৯ Time View

রাসুল (সা.) আল্লাহর নিকট ভ্রমণকারীদের নিরাপত্তার জন্য বিশেষ দোয়া করতেন। তিনি বলতেন: “হে আল্লাহ, তাদের সফরে সঙ্গী হও এবং পরিবারের রক্ষণ কর।” (সহিহ মুসলিম, হাদিস: ১৩৪২)

এই দোয়া আজও মুসলমানদের জন্য প্রযোজ্য। সফরে বের হওয়ার আগে পরিবারের কেউ এই দোয়া পাঠ করতে পারেন, “আস্তাওদিউল্লাহা দীনাকা ও আমানাতাকা ও খাওয়াতিমা ‘আমালিকা।”

অর্থ: “আমি আল্লাহর কাছে তোমার দ্বীন, তোমার আমানত এবং তোমার কাজের পরিণাম সমর্পণ করছি।” (সুনানে তিরমিজি, হাদিস: ৩৪৪৬)

ইসলাম ভ্রমণকে শুধু গন্তব্য নয়, বরং ইবাদতের সুযোগ হিসেবে বিবেচনা করেছে। যাত্রার আগে ও পরে আল্লাহর দোয়া করা, পরিবারকে সালাম জানানো, নামাজের যত্ন নেওয়া—এসব ছোট ছোট সুন্নাহর মধ্যে রয়েছে গভীর নিরাপত্তা ও বরকত।

একজন মুসলিমের সফর হবে আল্লাহর স্মরণে পূর্ণ—যেখানে প্রতিটি পদক্ষেপে থাকবে দোয়া, কৃতজ্ঞতা ও ভরসা।

ট্যাগঃ

যাত্রাপথে মহানবীর (সা.) শেখানো দোয়া ও সুন্নাহ

সময়ঃ ১২:০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রাসুল (সা.) আল্লাহর নিকট ভ্রমণকারীদের নিরাপত্তার জন্য বিশেষ দোয়া করতেন। তিনি বলতেন: “হে আল্লাহ, তাদের সফরে সঙ্গী হও এবং পরিবারের রক্ষণ কর।” (সহিহ মুসলিম, হাদিস: ১৩৪২)

এই দোয়া আজও মুসলমানদের জন্য প্রযোজ্য। সফরে বের হওয়ার আগে পরিবারের কেউ এই দোয়া পাঠ করতে পারেন, “আস্তাওদিউল্লাহা দীনাকা ও আমানাতাকা ও খাওয়াতিমা ‘আমালিকা।”

অর্থ: “আমি আল্লাহর কাছে তোমার দ্বীন, তোমার আমানত এবং তোমার কাজের পরিণাম সমর্পণ করছি।” (সুনানে তিরমিজি, হাদিস: ৩৪৪৬)

ইসলাম ভ্রমণকে শুধু গন্তব্য নয়, বরং ইবাদতের সুযোগ হিসেবে বিবেচনা করেছে। যাত্রার আগে ও পরে আল্লাহর দোয়া করা, পরিবারকে সালাম জানানো, নামাজের যত্ন নেওয়া—এসব ছোট ছোট সুন্নাহর মধ্যে রয়েছে গভীর নিরাপত্তা ও বরকত।

একজন মুসলিমের সফর হবে আল্লাহর স্মরণে পূর্ণ—যেখানে প্রতিটি পদক্ষেপে থাকবে দোয়া, কৃতজ্ঞতা ও ভরসা।