নিহত তানজিবা সাইফুল তিশমা নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি পড়াশোনার পাশাপাশি নগরের ২ নম্বর গেট এলাকায় ইংলিশ প্যাক নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, কলেজছাত্রী বাস থেকে নামতে গিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে যাচ্ছিল ব্যাটারিচালিত একটি অটোরিকশা। ওই অটোরিকশা ছাত্রীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহমুদুল হাসান নামের এক প্রতিবেশী জানান, তানজিবা সাইফুল তিশমা নগরের মুরাদপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীলে।
Sangbad365 Admin 













